দুর্গাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
- আপডেট সময় : ০৯:২৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৯৬১৮ বার পড়া হয়েছে
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে উপজপলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস টি পালিত হয়।
১৯৭১ সালের ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে) বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ শুনে স্বাধীনতার শপথে বলিয়ান হয়ে প্রশান্তচিত্তে বাড়ি ফিরে যায় উত্তেজনার পারদে ফুটন্ত স্বাধীনতা কামী বাঙালিরা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মারক হিসাবে আজকের এই দিনেটি অবিস্মরণীয় হয়ে আছে এবং থাকবে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে সকাল ১০টা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন শেষে, স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরবর্তিতে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও এম. রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারী কমিশনার (ভুমি) মো.মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধাগন সহ নানা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ‘‘মুক্তিযুদ্ধকে জানি’’ শীর্ষক প্রামান্য চিত্র ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এর পরিচালক গীতিকার ও সুরকার সুজন হাজং এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে নানান কর্মসুচী পালন করা হয়েছে।