ব্রেকিং নিউজ ::
কুমিল্লার
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থী নিরবের পাশে আনন্দ সংঘ
জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ৯৬৮৮ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়া ৭ম শ্রেণির ছাত্র জাহিদ হাসান নিরবকে (৯ মে) বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে যান জাতীয় সামাজিক সংগঠন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-আমীন রাসেল।
এসময় দগ্ধ নিরবের চিকিৎসার খোঁজখবর এবং কয়েক ব্যাগ (ও পজিটিভ) ডোনার রেডি করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক গিয়াসউদ্দিন খান পলাশ, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, ঢাকা মহানগর সমন্বয়ক সালাহউদ্দিন খান রাজিব প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ মে উপজেলার ধৌড়করা বাজারে হারল্যান কসমেটিক্স শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে ক্রিকেটার শাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয় ৭ম শ্রেণির ছাত্র জাহিদ হাসান নিরব।