চৌদ্দগ্রামে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সামছুদ্দিন আহমেদ
- আপডেট সময় : ০১:২৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- / ৯৬৮৬ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায় বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট ১৬টি ক্যাটাগোরীতে এবার বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ছাত্র/ছাত্রীদের নির্বাচিত করা হয়। এরই ধারাহিকতায় এবার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক সামছুদ্দিন আহমেদ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ইং এ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হন।
১৬ধাপে যাচাই-বাছাইয়ের পর এই ফলাফল প্রকাশ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মধ্যে থেকে অধিকতর যাচাই বাচাই করা হয়। পরে এই তালিকায় সামচ্ছুদ্দিন আহমেদ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) হিসেবে প্রথম স্থান অর্জন করার কৃতিত্ব লাভ করেন। কথা হয় মাদ্রাসার শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক সাচ্ছুদ্দিন আহমেদের সাথে।
তিনি বলেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মানুষের ভালোবাসায় আজকে আমি এই গৌরব অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে আশা করি আমার যত মেধা ও শ্রম আছে শিক্ষার্থীদের মাঝে সব বিলিয়ে দিব।
মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় কৃষ্ণপুর দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বাংলা বিষয়ক সিনিয়র শিক্ষক সামচ্ছুদ্দিন আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন ও শ্রেণী পেশার মানুষ এবং তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।