প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:০৩:০৪ প্রিন্ট সংস্করণ
মুফিজুর রহমান তালুকদারঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রয়ারী) দুপুর ১ টায় আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান আলীম উদ্দিনের সভাপতিত্বে, ডিরেক্টর হাবিব উল্লাহ বাহারের পরিচালনায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি ও আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে, পৃথিবীর আরও অনেক কিছুর মতোই অগ্রগতি হয়েছে শিক্ষারও। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে শিক্ষার ধরন এবং অনুষঙ্গ। পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের পাশাপাশি শিক্ষার নতুন নতুন ক্ষেত্রও তৈরি হয়েছে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদেরকেও মানসম্মত শিক্ষার হার ও শিক্ষার প্রসারে এক সাথে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি শিক্ষা বান্ধব।
তাঁর আন্তরিকতায় গোয়াইনঘাট উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে। মহামারি করোনার সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল না, অনলাইনে চলেছে পাঠদান কার্যক্রম। শিক্ষার উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি আমাদের সকলকে আরও যত্নশীল হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবিভক্ত পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম আনোয়ার শাহাদাত,বারোহাল আলিম মাদ্রাসার সভাপতি গোলাম মোস্তফা, ৬ নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান,প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলী আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সচিব আলমগির হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন, প্রিন্সিপাল নুর উদ্দিন পরিচালক মন্ডলির কোষাধ্যক্ষ এম এ রহিম,সদস্য হাবিবুর রহমান,নাসির উদ্দীন,রুহুল আমিন,নোমান আহমেদ,ময়নুল ইসলাম।
উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম করিম শামীম,ছাত্রলীগ সহ সভাপতি পান্না দেব নিলয়, ভাইস প্রিন্সিপাল সহ শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ।