প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ৯:১১:৫৬ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার (২৬ মার্চ) সকাল ৯টার সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক কক্সবাজার মুহম্মদ শাহীন ইমরান ও কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার)।
জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে, এই দেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধু ছিলেন বলেই, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর কারণে আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। তাঁর কারণে আমরা সোনার বাংলা পেয়েছি। আজকে আমরা সবকিছু হাতের মুঠোতে পাচ্ছি, সবই তাঁর অবদান। তাঁর করা কাজ গুলো আমরা এখন বাস্তবায়ন করছি।
তিনি আরো জানান, ৩০লক্ষ শহীদ ও ২লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের সকলের দরকার সকল মুক্তিযুদ্ধাদের সম্মান করা। তাঁরা সকলেই জাতির বীর সন্তান।
বর্ণাঢ্য কুচকাওয়াজে কক্সবাজার জেলার পুলিশ দল, আনসার দল, ফায়ার সার্ভিস দল, কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি ও কক্সবাজার ভিক্টোরিয়া একাডেমি বিএনসিসি দলের অংশগ্রহণে কুচকাওয়াজ প্যারাডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
কুচকাওয়াজ শেষে আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
এসময় কক্সবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।