প্রতিনিধি ৩ অক্টোবর ২০২২ , ৫:৪৫:০০ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন:
দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রথমবারের মত অনুষ্ঠিত ৭দিনব্যাপি বিশ্ব পর্যটন মেলা ঝাঁকজমক ও আনন্দগণ ভাবে সমাপ্তি হয়েছে আজ রাতে,বিশ্ব পর্যটন মেলায় ৭দিনব্যাপি ছিল শতের অধিক বিভিন্ন পণ্যের স্টল ও বীচ কার্নিভাল। বিশ্ব পর্যটন দিবসের শেষ দিনে ছিলো পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
মেলায় অংশ গ্রহণ করা শতের অধিক স্টল থেকে বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়। সে সাথে মেলার ২য় দিন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যটন বিষয়ক রচন ও ছবি অঙ্কন প্রতিযোগীতায় অংশ নেওয়াদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্মসচিব) মোঃ মিজানুর রহমান, কেন্দ্রিয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম(পিপিএম), কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌং, ট্যুরিষ্ট পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এডিসি (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শুরু হয়। সর্বশেষ কক্সবাজারের স্থানীয় শিল্পী ও আঁখি আলমগীরের গানে আগত পর্যটক ও স্থানীয় দর্শকের মন জয় কর্নসাটের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৭দিনব্যাপি বিশ্ব পর্যটন দিবসের মেলা ও বীচ কার্নিভাল সমাপ্তি করা হয়।