ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

কক্সবাজার সমুদ্রসৈকতে ফের মৃত জেলিফিশ

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৯৬৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজিজ উদ্দিন।।

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলীর পয়েন্টের উত্তরপাশে এসব জেলিফিশ ভেসে আসে।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর বেলায় জোয়ারের পানিতে ভেসে আসে অসংখ্য মৃত জেলিফিশ। ভোর থেকে সকাল অবদি আসতে থাকে কলাতলী সমুদ্র পয়েন্টের উত্তর পাশে মর্ডাণ হ্যাচারীর সামনে।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলেদের জালে আটকে পড়ে এসব জেলিফিশ। পরে তারা সৈকত পাড়ে ফেলে চলে যায়।

এদিকে সকালে ভেসে আসা এসব জেলিফিশের নমুমা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।

মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী জানান, কক্সবাজার সমুদ্রের উপকূলে জেলিফিশের প্রচুর আধিক্য রয়েছে। জেলেদের জালে আটকা পড়ে মারা গিয়ে সেগুলো কূলে ভেসে আসে।
জেলেরা কলাতলী সমুদ্রের অল্প একটু দূরে গিয়ে মাছ ধরে।
তারজন্য সহজে কলাতলী পয়েন্টে ভেসে আসতে পারে।

তিনি আরো জানান, ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে। লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোন ধরণের ক্ষতি হয়না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ।
এর আগেও গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে এসেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজার সমুদ্রসৈকতে ফের মৃত জেলিফিশ

আপডেট সময় : ০২:৫৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

আজিজ উদ্দিন।।

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে জেলিফিশ। সমুদ্র সৈকতের কলাতলীর পয়েন্টের উত্তরপাশে এসব জেলিফিশ ভেসে আসে।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর বেলায় জোয়ারের পানিতে ভেসে আসে অসংখ্য মৃত জেলিফিশ। ভোর থেকে সকাল অবদি আসতে থাকে কলাতলী সমুদ্র পয়েন্টের উত্তর পাশে মর্ডাণ হ্যাচারীর সামনে।

স্থানীয় সুত্রে জানা যায়, জেলেদের জালে আটকে পড়ে এসব জেলিফিশ। পরে তারা সৈকত পাড়ে ফেলে চলে যায়।

এদিকে সকালে ভেসে আসা এসব জেলিফিশের নমুমা সংগ্রহ করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে একটি টিম।

মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী জানান, কক্সবাজার সমুদ্রের উপকূলে জেলিফিশের প্রচুর আধিক্য রয়েছে। জেলেদের জালে আটকা পড়ে মারা গিয়ে সেগুলো কূলে ভেসে আসে।
জেলেরা কলাতলী সমুদ্রের অল্প একটু দূরে গিয়ে মাছ ধরে।
তারজন্য সহজে কলাতলী পয়েন্টে ভেসে আসতে পারে।

তিনি আরো জানান, ভেসে আসা জেলিফিশে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে। লোবোনিমুইডিস রোবোস্টাস বা স্থানীয় ভাষায় সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোন ধরণের ক্ষতি হয়না। বরং প্রক্রিয়া করা গেলে খাদ্য হিসেবে বেশ উপযোগী জেলিফিশ।
এর আগেও গত ৩ ও ৪ আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক জেলিফিশ ভেসে এসেছিল।