• গণমাধ্যম

    কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশে বিএনপি’র সংবাদ বয়কট করার আহবান

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১০:২১:৫১ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    গতকাল ২৮ই অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

    সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং দীপক শর্মা দীপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, সাংবাদিক ইউনিয়নের সদস্য শংকর বড়ুয়া রুমি, মাহাবুবুর রহমান।

    সভায় বক্তারা বলেন,গণমাধ্যমের উপর নৃশংসতা চালিয়ে বিএনপি প্রমান করলো তারা দেশের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী নয়। তাই দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানায় এবং তাদের সংবাদ বর্জনসহ তাদের বয়কট করার আহবান জানান। এসময় বক্তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ