• অন্যান্য

    কুড়িগ্রামে শেষ হলো গার্লস্ লীডারশিপ সামিট ২০২৩

      প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ৪:১৪:০৫ প্রিন্ট সংস্করণ

    বিপুল রায়- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    কুড়িগ্রামে প্ল্যানইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইট ( সিএনবি) প্রজেক্টের নেতৃত্বে দুইদিন ব্যাপী ১৯-২০ জুলাই গার্লস লীডারশীপ সামিট সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।

    গার্লস লীডারশীপ সামিটের মূল উদ্দেশ্য ছিলো কিশোরী ও যুব নারীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান সেই সাথে বিভিন্ন সেশনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ ঘটানো।

    কুড়িগ্রাম জেলার বিশেষ করে কালীগঞ্জ,নুনখাওয়া, বল্ভেরখাস এরকম হতদরিদ্র ইউনিয়ন এবং জেলার চর এলাকার কিশোরী ও যুব নারীরা এখানে অংশ নেন, যার মধ্যে অনেকেই নিজেদের বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছেন এবং তাদের গল্পগুলোও অন্যদেরকে অনুপ্রাণিত করেছে।

    ফুলবাড়ি উপজেলা থেকে গার্লস লিডারশীপ সামিটে অংশগ্রহণ করেন কুমারী অনামিকা সরকার তিনি তার বক্তব্যে চরাঞ্চলের পিছিয়ে মেয়েদের এবং বাল্যবিবাহ বন্ধে সবার সামনে নিজের বক্তব্য পেস করেন, আরো অনেক মেয়ে তাদের নিজ নিজ মন্তব্য পেস করেন।
    দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসাবে অন-লাইনে যুক্ত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার উপপরিচালক, (স্থানীয় সরকার) মিনহাজুল ইসলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ