প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৩:০৫:২৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।
স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো এই শ্লোগানকে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বিশেষ ডে ক্যাম্প, স্কাউট ওন ও ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো. ভিসি ড. মো. হুমায়ন কবির,বিশ্ববিদ্যালয় রোভার গ্রুপ কমিটির সম্পাদক ও কুমিল্লা জেলা রোভারের সহকারী কমিশনার মো. জিয়া উদ্দিন,কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য মহিউদ্দিন লিটন।
কুমিল্লা জেলা রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি শাহরিয়ার রহমান ইমন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তুহিন মিয়া,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট কাউছার হামিদ জীবন,
খোরশেদ আলম, আবদুর রহমান, সাবেক গার্লস – ইন সিনিয়র রোভার মেট সুবাহ ইয়াসমিন বন্যা,বর্তমান সিনিয়র রোভার মেট মাহমুদুল হাসান, গালর্স ইন সিনিয়র রোভার মেট জাকিয়া সুলতানা বিথি, রোভার মেট সাইদুল হাসান সিফাত,ইমাম হোসেন,নুরুল হক, গালর্স ইন রোভার মেট মাহাবুবা মাহি,রোকেয়া আক্তার, রোজাই রামিন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভার মেট আরমানসহ শতাধিক রোভার ও গার্লস ইন রোভার সদস্যরা।