ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে/ শিক্ষার্থীদের পাশে খুবি ক্যারিয়ার ক্লাব

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৬১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির হাসান, খুবি প্রতিনিধি॥

ক্যারিয়ার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এসময়কে মানুষ তার উন্নতি ও অগ্রগতির জন্য হিসেবে ব্যয় করে থাকে। চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে।

শুধু মেধা থাকলেই এ প্রতিযোগিতায় টেকা সম্ভব নয়। এজন্য চাই কৌশল ও বিভিন্ন সফটস্কিল অর্জন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে এজন্যই তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

এর মাধ্যমে আদর্শ ক্যারিয়ার গঠনে বিভিন্ন দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি, দলবদ্ধ হয়ে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ রয়েছে। যা পরবর্তী জীবনে বড় ভুমিকা রাখে।

বিদেশে উচ্চশিক্ষাসহ বিভিন্ন চাকরির ক্ষেত্রেও ক্লাবে কাজের অভিজ্ঞতা আপনাকে একধাপ এগিয়ে রাখবে। পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে যোগ্যতা ও দক্ষতা রয়েছে। ক্লাবের সদস্যদের দক্ষতা ও যোগ্যতা একে অপরের সাথে ভাগাভাগি করলেও অন্যরাও বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠবে।

২০১৯ সালের ১৪ অক্টোবর গঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি)। তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত ডিভাইস এবং সফটওয়্যার সম্পর্কে পরিচিত হওয়া এবং তা দিয়ে কিভাবে কাজ করা হয় সে সম্পর্কে অবগত করা।

ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে প্রয়োজন হবে এরকম প্রত্যেকটি ডিভাইস,সফটওয়্যার এবং ওয়েবসাইটের সাথে পরিচিত করানোই এই ক্লাবের লক্ষ্য। প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের কার্যক্রমে সবার মনোযোগ আকর্ষণে সমর্থ হয় ক্লাবটি।

ক্যারিয়ার ক্লাব সমসাময়িকতা এবং সার্বজনীনতাকে গুরুত্ব দিয়ে থাকে। এজন্য ক্লাবটি চারটি বেজ সেগমেন্টর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেক সেগমেন্টে একজন ডিরেক্টর, কো-ডিরেক্টর এবং কার্যনির্বাহী দ্বারা পরিচালিত হয়। সেগমেন্ট চারটি হল- Government segment, School segment, Language segment, IT and software segment.

প্রতিষ্ঠিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন সেশন নেয়ার সুব্যবস্থা করে থাকে ক্লাবটি। কর্মক্ষেত্রে প্রয়োজন এমন অ্যাপস এবং ওয়েবসাইটের প্রশিক্ষন দেয়া হয়। যেমন মাইক্রোসফট অফিসের সকল বেসিক ধারনা সম্পর্কে জ্ঞাত করা এবং প্রশিক্ষন দেওয়া হয়।

এছাড়াও সাপ্তাহিক সেশনগুলোতে শেয়ারিং এর মাধ্যমে একজন আরেকজন থেকে জ্ঞানার্জন করতে পারে। মাসব্যাপি সেশনের মাধ্যমে বিভিন্ন দক্ষতা উন্নয়ন অর্জিত জ্ঞানকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা পর্যবেক্ষন করা হয়। সাথে সাথে কুইজ কন্টেস্টের মাধ্যমে তা যাচাই করা হয়।

বিভিন্ন গঠনমূলক প্রোগ্রামে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অন্যান্য বিখ্যাত ও সফল ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়। এর ফলে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের অবস্থান শনাক্ত করতে পারে।

ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত শিক্ষার্থীরা প্রযুক্তির সঠিক ব্যবহার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যারিয়ার গঠনের দক্ষতা সর্ম্পকে ধারণা পায়।

প্রতিষ্ঠার পর নিজেদেরকে গুছিয়ে তোলার আগেই মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ক্লাবের পথচলায় বাঁধা হয়ে দাঁড়ায় এই মহামারি। তবে সব বাধা অতিক্রম করে ক্লাবটি এগিয়ে চলছে।

ক্লাবটির সভাপতি সালাউদ্দিন তপু বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্দেশ্য ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে চাকরির বাজারে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে সে ব্যাপারে গাইডলাইন ও সহায়তা প্রদান করা।

এ লক্ষে শুরু থেকেই ক্লাবটি কাজ করে আসছে এবং ভবিষ্যতে ও করে যাবে। ইতোমধ্যে আমরা ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং সরকারি চাকরি ও বিসিএস এ কিভাবে একজন শিক্ষার্থী ভালো করতে পারে সে সকল বিষয়ে কর্মশালার আয়োজন করেছি। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় যে সকল শিক্ষার্থীরা দেশের বাইরে যেতে আগ্রহী তাদের জন্য আমরা কিছু কর্মশালা আয়োজন করতে ইচ্ছুক।

এইচ/কে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে/ শিক্ষার্থীদের পাশে খুবি ক্যারিয়ার ক্লাব

আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

আবির হাসান, খুবি প্রতিনিধি॥

ক্যারিয়ার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এসময়কে মানুষ তার উন্নতি ও অগ্রগতির জন্য হিসেবে ব্যয় করে থাকে। চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে।

শুধু মেধা থাকলেই এ প্রতিযোগিতায় টেকা সম্ভব নয়। এজন্য চাই কৌশল ও বিভিন্ন সফটস্কিল অর্জন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এ প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে এজন্যই তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

এর মাধ্যমে আদর্শ ক্যারিয়ার গঠনে বিভিন্ন দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি, দলবদ্ধ হয়ে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ রয়েছে। যা পরবর্তী জীবনে বড় ভুমিকা রাখে।

বিদেশে উচ্চশিক্ষাসহ বিভিন্ন চাকরির ক্ষেত্রেও ক্লাবে কাজের অভিজ্ঞতা আপনাকে একধাপ এগিয়ে রাখবে। পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে যোগ্যতা ও দক্ষতা রয়েছে। ক্লাবের সদস্যদের দক্ষতা ও যোগ্যতা একে অপরের সাথে ভাগাভাগি করলেও অন্যরাও বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে উঠবে।

২০১৯ সালের ১৪ অক্টোবর গঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি)। তথ্য প্রযুক্তিতে ব্যবহৃত ডিভাইস এবং সফটওয়্যার সম্পর্কে পরিচিত হওয়া এবং তা দিয়ে কিভাবে কাজ করা হয় সে সম্পর্কে অবগত করা।

ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে প্রয়োজন হবে এরকম প্রত্যেকটি ডিভাইস,সফটওয়্যার এবং ওয়েবসাইটের সাথে পরিচিত করানোই এই ক্লাবের লক্ষ্য। প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের কার্যক্রমে সবার মনোযোগ আকর্ষণে সমর্থ হয় ক্লাবটি।

ক্যারিয়ার ক্লাব সমসাময়িকতা এবং সার্বজনীনতাকে গুরুত্ব দিয়ে থাকে। এজন্য ক্লাবটি চারটি বেজ সেগমেন্টর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেক সেগমেন্টে একজন ডিরেক্টর, কো-ডিরেক্টর এবং কার্যনির্বাহী দ্বারা পরিচালিত হয়। সেগমেন্ট চারটি হল- Government segment, School segment, Language segment, IT and software segment.

প্রতিষ্ঠিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন সেশন নেয়ার সুব্যবস্থা করে থাকে ক্লাবটি। কর্মক্ষেত্রে প্রয়োজন এমন অ্যাপস এবং ওয়েবসাইটের প্রশিক্ষন দেয়া হয়। যেমন মাইক্রোসফট অফিসের সকল বেসিক ধারনা সম্পর্কে জ্ঞাত করা এবং প্রশিক্ষন দেওয়া হয়।

এছাড়াও সাপ্তাহিক সেশনগুলোতে শেয়ারিং এর মাধ্যমে একজন আরেকজন থেকে জ্ঞানার্জন করতে পারে। মাসব্যাপি সেশনের মাধ্যমে বিভিন্ন দক্ষতা উন্নয়ন অর্জিত জ্ঞানকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা পর্যবেক্ষন করা হয়। সাথে সাথে কুইজ কন্টেস্টের মাধ্যমে তা যাচাই করা হয়।

বিভিন্ন গঠনমূলক প্রোগ্রামে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে অন্যান্য বিখ্যাত ও সফল ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়। এর ফলে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের অবস্থান শনাক্ত করতে পারে।

ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত শিক্ষার্থীরা প্রযুক্তির সঠিক ব্যবহার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যারিয়ার গঠনের দক্ষতা সর্ম্পকে ধারণা পায়।

প্রতিষ্ঠার পর নিজেদেরকে গুছিয়ে তোলার আগেই মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ক্লাবের পথচলায় বাঁধা হয়ে দাঁড়ায় এই মহামারি। তবে সব বাধা অতিক্রম করে ক্লাবটি এগিয়ে চলছে।

ক্লাবটির সভাপতি সালাউদ্দিন তপু বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্দেশ্য ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে চাকরির বাজারে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে সে ব্যাপারে গাইডলাইন ও সহায়তা প্রদান করা।

এ লক্ষে শুরু থেকেই ক্লাবটি কাজ করে আসছে এবং ভবিষ্যতে ও করে যাবে। ইতোমধ্যে আমরা ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং সরকারি চাকরি ও বিসিএস এ কিভাবে একজন শিক্ষার্থী ভালো করতে পারে সে সকল বিষয়ে কর্মশালার আয়োজন করেছি। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় যে সকল শিক্ষার্থীরা দেশের বাইরে যেতে আগ্রহী তাদের জন্য আমরা কিছু কর্মশালা আয়োজন করতে ইচ্ছুক।

এইচ/কে