• সারাদেশ

    কয়লা বিদ্যুৎকেন্দ্রে লোহার আঘাতে/ শ্রমিকের মৃত্যু

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ১১:২৮:১৮ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম:

    বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় লোহার আঘাত লেগে মোহাম্মদ জোবায়ের নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

    নিহত জোবায়ের সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সরল গ্রামের মোহাম্মদ ইলিয়াছের ছেলে। সম্প্রতি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার প্ল্যান্টে শ্রমিক হিসেবে যোগ দেন তিনি।

    জানা গেছে, সকাল ৭টার দিকে বোট নিয়ে পাইপ লাইনে কাজ করার সময় লোহার আঘাত লাগে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন জানিয়েছেন, লাশটি হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ