চট্টগ্রাম জেলায় এমইএস কলেজ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন

- আপডেট সময় : ০৭:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৯৭৯৭ বার পড়া হয়েছে
হাসনাত জিসান ৷৷
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ টুর্নামেন্ট এর ক্রিকেট খেলা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪মার্চ) স্বাগতিক চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ দলের বিপক্ষে ওমরগণি এমইএস কলেজ ক্রিকেট দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
তিন দফায় প্রথম ম্যাচে হাজেরা তজু ডিগ্রী কলেজ ও দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কলেজ’কে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় এমইএস কলেজ।
ফাইনাল খেলায় ক্যান্টনমেন্ট কলেজের সাথে টসে হেরে বোলিং করার সিদ্ধান্ত নেয় এমইএস কলেজ। ৬ ওভারে ৪৮ রানে ক্যান্টনমেন্ট কলেজের ইনিংস এর সমাপ্তি ঘটায় অন্যদিকে জয়ের জন্য ৪৯ রানের লক্ষ্য মাত্রায় ব্যাটিং করতে নেমে ৫ ওভারে ম্যাচ শেষ করে ৮ উইকেটের বিশাল চমকপ্রদ জয় নিয়ে ওমরগণি এমইএস কলেজ চ্যাম্পিয়ন হয়।
ক্রিকেট টুর্নামেন্টে এমইএস কলেজের হয়ে অংশগ্রহন করেছেন জুয়েল, প্রান্ত, আরিফ, সাকিব, পিহাদ, আকিব, রাশেদ, হাসিবুল, রায়হান, রিফাত, মেহেদী, ফাহিম, মিলন, শুভ, ইমরান ও সুজন। তারা প্রত্যেকেই স্নাতক বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও এমইএস কলেজ স্পোর্টস ক্লাবের সদস্য। আগামী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বিজয় লাভ করার প্রত্যাশা সকলের।