প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২৬:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,
সুশৃংখল জীবনের জন্য স্কাউটিং এই শ্লোগান নিয়ে হওয়া
৬ষ্ঠ চান্দিনা উপজেলা স্কাউটস সমাবেশ পরিদর্শন ও স্কাউটদের সাথে মতবিনিময় করেন – বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রকাশনা কমিটির সদস্য ও কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্কাউটস এর সম্পাদক ও দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার, বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার ফসিউর রহমান,সমাবেশ প্রোগ্রাম
চীফ ও উডব্যাজার আলী আহম্মদ নোমান,সহকারী লিডার ট্রেইনার ও কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম মিয়া,।
দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট ইউনিট লিডার ডিপ্লো রাণী কর, দল নেতা তাসমিয়া সুলতানা ও ইসরাত জাহান সালমা
সমাবেশ এর সবচেয়ে আকর্ষণীয় চ্যালেঞ্জ-
তাঁবু কলায় দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট দল।
একাধিকবার গৌরব পতাকা অর্জন করায় তাদেরকে অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন – স্কাউটিং একটি শিক্ষা, সেবা ও প্রশিক্ষণমূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে চিনা যায়, সুপ্ত প্রতিভা বিকশিত হয়।
বিনয়ী হয়ে দলগত কাজ করার
শক্তি তৈরি হয়।
সমাবেশ প্রোগ্রাম চীফ আলী আহম্মদ নোমান জানান –
চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশে ২০২৩ এ
চান্দিনা উপজেলার বিভিন্ন হাই স্কুল ও মাদ্রাসার থেকে ৬৮ দল অংশগ্রহন করে। ৫দিনব্যাপী সমাবেশে
স্কাউট ইউনিট লিডার, সমাবেশ কর্মকর্তা,স্বেচ্ছাসেবক রোভার স্কাউটসহ ছয়শতাধিক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।