ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

জনতার মুখোমুখি জনতার সেবক মাশরাফি বিন মর্তুজা | বাংলাদেশের বার্তা 

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ৯৬১১ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল জেলা প্রতিনিধি ।

বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, সব সমস্যা কিন্তু এমপি সমাধান করতে পারি না। এমপিও কিন্তু আইনের বাইরে না। গত বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি।

এ সময় নবগঙ্গা নদী খননের কাজ নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, নবগঙ্গা নদী পুনঃখননে দিঘলিয়া ইউনিয়নে প্রকল্পের অর্থ হচ্ছে ৪১৭ কোটি টাকা যা শুধু দিঘলিয়ার প্রকল্পের জন্য। অনেকে প্রশ্ন করেছেন নবগঙ্গা নদী খনন প্রকল্পের জন্য অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে হয়েছে কি আগে যারা নায়েব ছিলেন বা বিভিন্ন অফিসে কাজ করতেন। আপনারা অনেকে সহজ সরল মানুষ না বুঝে আপনাকে একটা জায়গা দেখায় দিয়েছে কাগজ ওই অফিস থেকে দুই নাম্বারি করে বের করে এনে বুঝাই দিছে।

তিনি বলেন, আপনি যখন জায়গাটা কিনেছেন না বুঝে শুনে কিনেছেন। আপনি ঠিকমত পরীক্ষা-নিরীক্ষা করে কেনেননি। তো না কেনার কারণে আজকে আপনার এই সমস্যা হয়েছে। সব সমস্যা কিন্তু এমপি সমাধান করতে পারে না। এমপিও কিন্তু আইনের বাইরে না। আমিও যদি অন্যাই করি আমারও তা হয় প্রেসের সামনে এসে বলতে হবে, না হলে আইননানুগ ব্যবস্থা আমার জন্যও হবে।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন,আমি তো অন্যায় করে আমার শক্তি দিয়ে আপনাকে বসাই দিতে পারব না। আমার আপনার উপকার করতে হলে যে নিয়ম আছে যে আইন-কানুন আছে তার মাধ্যম দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদ ও মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েবের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানের জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনতার মুখোমুখি জনতার সেবক মাশরাফি বিন মর্তুজা | বাংলাদেশের বার্তা 

আপডেট সময় : ০৩:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

নড়াইল জেলা প্রতিনিধি ।

বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেন, সব সমস্যা কিন্তু এমপি সমাধান করতে পারি না। এমপিও কিন্তু আইনের বাইরে না। গত বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ স্লোগানকে সামনে রেখে তৃতীয় পর্যায়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মাশরাফি।

এ সময় নবগঙ্গা নদী খননের কাজ নিয়ে এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, নবগঙ্গা নদী পুনঃখননে দিঘলিয়া ইউনিয়নে প্রকল্পের অর্থ হচ্ছে ৪১৭ কোটি টাকা যা শুধু দিঘলিয়ার প্রকল্পের জন্য। অনেকে প্রশ্ন করেছেন নবগঙ্গা নদী খনন প্রকল্পের জন্য অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে হয়েছে কি আগে যারা নায়েব ছিলেন বা বিভিন্ন অফিসে কাজ করতেন। আপনারা অনেকে সহজ সরল মানুষ না বুঝে আপনাকে একটা জায়গা দেখায় দিয়েছে কাগজ ওই অফিস থেকে দুই নাম্বারি করে বের করে এনে বুঝাই দিছে।

তিনি বলেন, আপনি যখন জায়গাটা কিনেছেন না বুঝে শুনে কিনেছেন। আপনি ঠিকমত পরীক্ষা-নিরীক্ষা করে কেনেননি। তো না কেনার কারণে আজকে আপনার এই সমস্যা হয়েছে। সব সমস্যা কিন্তু এমপি সমাধান করতে পারে না। এমপিও কিন্তু আইনের বাইরে না। আমিও যদি অন্যাই করি আমারও তা হয় প্রেসের সামনে এসে বলতে হবে, না হলে আইননানুগ ব্যবস্থা আমার জন্যও হবে।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন,আমি তো অন্যায় করে আমার শক্তি দিয়ে আপনাকে বসাই দিতে পারব না। আমার আপনার উপকার করতে হলে যে নিয়ম আছে যে আইন-কানুন আছে তার মাধ্যম দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এমপি মাশরাফিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিতসহ দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং এমপি তার উত্তর দেন। ইউনিয়নের রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদ ও মন্দির উন্নয়ন, খাল কাটা, স্থানীয় ভূমি অফিসের নায়েবের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসী প্রশ্ন করেন।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানের জনতার প্রশ্নোত্তর পর্বের আয়োজন করে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।