• অন্যান্য

    ডিমলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৩:০৩:৪৪ প্রিন্ট সংস্করণ

    নবিজুল ইসলাম নবীন,নীলফামারী প্রতিনিধি,

    নীলফামারীর ডিমলা উপজেলার ৩নং ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া (দয়াপাড়া) গ্রামের মৃত: চৌধুরী মামুদের পুত্র বীরমুক্তিযোদ্ধা মকফর হোসেন (৭০) গতকাল সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে ২ ছেলে, ৩ কন্যা, ০২ স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) ২ টায় ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমহিত করার জন্য গার্ড অব অর্নার প্রদান করা হয়।

    রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ইউএনও বেলায়েতে হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, ডিমলা থানা পুলিশসহ সকল বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    পুলিশের কুজকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদান করে তার দাফনকার্র্য সম্পন্ন করে। তার মৃত্যুতে এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ