• সারাদেশ

    ডেঙ্গু আক্রান্তে মারা গেছেন সিনিয়র সহকারী সচিব, ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা

      প্রতিনিধি ২৫ জুলাই ২০২৩ , ১০:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ

    ডেঙ্গুতে আক্রান্তে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি ছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা। আজ মঙ্গলবার সকালে ৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা মৃত্যু বরন করেন। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

    তিনি ডব্লিউটিও উইংয়ে কর্মরত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

    বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এক শোকবার্তায় বলেন, ‘নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। নাজিয়া সুলতানার অকালমৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।’

    সিনিয়র সচিব শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ