• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    তাড়াশে আইডিয়াল স্কুলে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ

      প্রতিনিধি ১২ মার্চ ২০২৩ , ৪:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

     

    সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে আগুনে পুড়ে আইডিয়াল স্কুলের ঘর ছাই হয়েছে।

    রবিবার (১২ মার্চ ) রাত ৮ টার সময় উপজেলার বারুহাস গ্রামে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ৮ সময় বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের পাশে রাস্তার সাথে আইডিয়াল স্কুলে আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয়রা এগিয়ে আসার আগেই আইডিয়াল স্কুলে ঘরে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    অনেকক্ষণ পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

    তাড়াশ ফায়ার সার্ভিসের অফিসার মো রেজাউল করিম জানান, রবিবার রাত ৮টার সময় ওই এলাকায় আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ১ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি আরও বলেন, আগুনে পুরে আইডিয়াল স্কুলে ঘর পুরে গেছে। তবে ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি। ধারনা করা হচ্ছে বিরির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ