• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    তাড়াশে চাঁদাদাবীর প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

      প্রতিনিধি ৬ মে ২০২৩ , ৫:৩২:০৪ প্রিন্ট সংস্করণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জ তাড়াশে সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহাম্মদকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আক্তার হোসেন ও তার ভাই আব্দুল জলিলের বিরুদ্ধে।

    দুপুর ১২ টার সময় সদর ইউনিয়নের মাধবপুর জিকেএস জুনিয়র গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে।

    মারধরের শিকার ছাত্রলীগ নেতা ফারুক আহাম্মদ অভিযোগ করে বলেন, জিকেএস জুনিয়রগার্লস হাই স্কুলের অফিস রুমে সার্বিক বিষয়ে আলোচনা করছিলেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম।

    হঠাৎ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আক্তার হোসেন এসে স্কুলের নিয়োগ কার্যক্রম বন্ধ করতে বলেন। তখন সভাপতি রেজাউল করিম বলেন এখনো নিয়োগের দিন তারিখ ঠিক হয়নি।

    এমন সময় ইউপি সদস্য আক্তার হোসেন ও তার ভাই আব্দুল জলিল এসে ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের কাছে চাঁদা দাবি করে।
    এতে আমি চাঁদাদাবীর প্রতিবাদ করায় আক্তার হোসেন ও তার ভাই আব্দুল জলিল সহ তার বাহিনী দিয়ে আমাকে অতর্কিত কিল, ঘুষি, লাথিসহ এলোপাতাড়ি মারধর করে জখম করেছে। পরে আমি গুরুত্ব আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নেওয়া হয়।

    স্কুলের সভাপতি রেজাউল করিম বলেন, আমি এবং স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্কুলের অফিসে বসে সার্বিক বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ ইউপি সদস্য আক্তার হোসেন সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে নিয়োগ কার্যক্রম বন্ধ করার কথা বলেন। কিন্তু আমি বলি নিয়োগের তো দিন তারিখ হয়নি। ইউপি সদস্য আক্তার হোসেন ও তার ভাই আব্দুল জলিল এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

    এতে সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক আহাম্মদ চাঁদাদাবীর প্রতিবাদ করায় ইউপি সদস্য আক্তার হোসেন ও তার ভাই আব্দুল জলিল সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারধর করে।

    তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জনান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ