• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    তাড়াশে বিনামুল্যে আউস ধান বীজ বিতরণ

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ১২:৫৮:২২ প্রিন্ট সংস্করণ

    সাব্বির মির্জা।

    শস্য ভান্ডা খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজঞ্জের তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল উন্নতজাতের আউশ ব্রি-৮২ ধান বীজ বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন সরকারী প্রাথমিক বিদ্যালয মাঠে কুন্দাশন রাবেয়া ফাউন্ডেশনের অায়োজনে ওই ধান বীজ বিতরণ করা হয়।

    এতে সভাপতিত্ব করেন কুন্দাশন রাবেয়া ফাউন্ডেশনের সদস্য আব্দুল আজিজ তালুকদার।

    প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবং রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোক্তার হোসেন মুক্তা, সহ-সভাপতি মো. ইউনুছ তাড়াশী, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্বাস উজ জামান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, ড়ড়দকুন্দাশন রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক আকন্দ, এগ্রোবেইজড সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট সার্ভিসেস(এ্যাসেডস)এর সমন্বয়কারী মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

    এ সময় দুইশতাধিক প্রান্তিক কৃষককে ২ কেজি করে উচ্চ ফলনশীল উন্নত জাতের আউস ব্রি-৮২ ধান বীজ দেয়া হয়।

    প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সুইট কৃষকদের উদ্দেশ্যে বলেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগামী বর্ষা মৌসুমে উচু জমি গুলো যাতে পতিত পড়ে না থাকে সে লক্ষ উচ্চ ফলনশীল উন্নতজাতের আউশ ব্রি-৮২ ধান বীজ বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ