প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ৩:১০:০৬ প্রিন্ট সংস্করণ
সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষকলীগের নিয়মিত কমিটি গঠন করার লক্ষে উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি-২০২৩ অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বাক্ষরিত ২৭ সদস্য বিশিষ্ট তাড়াশ উপজেলা কৃষকলীগের ওই আহবায়ক কমিটিতে মো. নুরুল ইসলাম রাঙাকে আহবায়ক ও মো. আব্দুল আজিজ কে সদস্য সচিব করা হয়। এছাড়াও যুগ্ম আহবায়ক করা হয়েছে মো. মনিরুল ইসলাম মনি ও মো. রাশেদুল ইসলাম রিন্টুকে।
উল্লেখ্য, উক্ত সম্মেলন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন সমাপ্ত করে উপজেলা সম্মেলন শেষ করার নির্দেশ প্রদান করা হয়।