• রাজনীতি

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কক্সবাজার পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৪নেতা বহিস্কার

      প্রতিনিধি ১ জুন ২০২৩ , ১:২৮:১০ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    কক্সবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী তথা নৌকা প্রতীকের বিরোধিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের এবং ওয়ার্ড আওয়ামী লীগের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১জুন) বিকাল ৫টার সময় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী। বহিস্কৃতরা হলেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউচুফ বাবুল, আলী হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ৮নং ইউনিটের সভাপতি দিদারুল আলম, ১ নং ওয়ার্ডের ৮ নং ইউনিট সাধারণ সম্পাদক রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ৬ নং ইউনিটের সভাপতি জসিম উদ্দিন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নং ওয়ার্ডের ১ নং ইউনিট সহ-সভাপতি আবদল জলিল, ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু ও ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান।

    উল্লেখিত, নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তাদেরকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ