• সারাদেশ

    দীঘি থেকে মৎস প্রকল্প কর্মচারীর লাশ উদ্ধার | বাংলাদেশের বার্তা

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২২ , ৪:৪১:৪০ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম:

    মিসরাইয়ের মুহুরী প্রজেক্ট এলকার একটি মৎস্য খামার থেকে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় মৎস্য চাষী জামশেদের মৎস্য খামারের কর্মচারী ছিলেন।

    বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বেলা ৩ টার সময় খন্তাকাটা জলদাশ বাড়ীর পশ্চিম পাশের একটি দিঘী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় কর্মচারীরা।

    নিহত বেলাল হোসেন উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের আব্দুল ওয়াহাব মিস্ত্রি বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে।

    স্থানীয়সুত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে ভাত খাওয়ার জন্য অন্য কর্মচারীরা বেলাল’কে খুঁজে পায়নি। পরে প্রকল্পে জাল মারলে তার লাশ দেখতে পায়।

    এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ