প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ৬:২৪:৩২ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।
সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার পৌর শাখার আওতাধীন ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের স্থানীয় ১শ গরিব-দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটার সময় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ তাঁর নিজ এলাকায় দক্ষিণ কুতুবদিয়া পাড়া বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ এরশাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াবুল হক ও ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রোজিনা আকতার।
নজরুল ইসলাম জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও গরীব-দুস্থ অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার আশপাশের অসহায় মানুষ গুলো দিনে এনে দিনে খায়, তাদের সামর্থ্যের কথা চিন্তা করে দীর্ঘ দশবছর ধরে ইফতার সামগ্রী ও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনুদান প্রদান করে থাকি।
তিনি আরো বলেন, আমার পরিবারে বাবা নেই, বৃদ্ধ মা আছে। পরিবারের প্রয়াত সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত ও দুরারোগ্য রোগ থেকে রেহায় পাবার এবং শারীরিক সুস্থতার জন্য ইফতার সামগ্রী বিতরণ করি।
এই সময় সামগ্রী পাওয়া জাফর বলেন, নজরুল ইসলাম অনেক বড় মনের মানুষ। তিনি আমাদের বিপদের দিনে পাশায় দাঁড়ায়। আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক।
ইফতার সামগ্রী পেয়ে গরিব-দুঃস্থ জনসাধারণ বেশ সন্তুষ্টি প্রকাশ করেন।