• অন্যান্য

    নকলায় সরকারি হাসপাতালে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা চালু

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ১:০১:৪৩ প্রিন্ট সংস্করণ

    মো: ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধি:

    শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসার সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।

    ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই সেবার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    এসময় সিভিল সার্জন ডা: অনুপম ভট্রাচার্য্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা: আম্বিয়া খাতুন, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওপৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিকসহ সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।

    হাসপাতাল সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবার লক্ষ্যে সারাদেশের ১৩ টি জেলা ও ৩৭টি উপজেলায় এ সেবার কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে। বৈকালিক সময়ে সরকারি হাসপাতালে অধ্যাপক ৫শ টাকা, সহযোগি অধ্যাপক/সিনিয়র কনসালটেন্ট ৪শ টাকা, সহকারি অধ্যাপক/ জুনিয়র কলসানটেন্ট ৩শ টাকা ও এমবিবিএস চিকিৎসকদের ২শ টাকা ফি’র বিনিময়ে সেবা গ্রহিতারা সেবা নিতে পারবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ