প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৩৫:২৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,
ভাল মানুষ হতে হলে শিক্ষক ও পিতা মাতার কথা মানতে হবে। আনন্দের সাথে লেখাপড়া করতে হবে,
নিয়মিত পড়ালেখা পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে।
মাদক ও মিথ্যাকে না বলতে হবে।
নাগাইশ মডার্ন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরির্দশক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী এসব কথা বলেন।
স্কুলের সভাপতি ও সরকারি বঙ্গবন্ধু সরকারি কলেজ এর সভাপতি আলহাজ্ব সুলতানা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর ফিন্যান্স বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর কাজী মুজিবুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফারুক আহমেদ, সরকারি বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ।
কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ব্রাহ্মণপাড়া উপজেলা মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, অগ্রণী ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভূইয়া, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন ভূইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগাইশ মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান সবুজ সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।