প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ৩:১৮:১৮ প্রিন্ট সংস্করণ
খাইরুল ইসলাম,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে আজ (১৮ জানুয়ারি)
রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় ঝালোয়া হেমগঞ্জ বাজার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সমাবেশে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার পিপিএম-সেবা মাছুম আহাম্মদ ভূঞা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল মনসুর, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা পরিষদের মহিলা বাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।
এছাড়াও বিট পুলিশিং সমাবেশে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ সহ অপমৃত্যু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্যই বিট পুলিশিং সমাবেশের মূল লক্ষ।