• সারাদেশ

    নীলফামারীতে প্রেসক্লাবের সম্মেলনের প্রস্ততি মূলক আলোচনা সভা

      প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২২ , ৩:৪৬:০৯ প্রিন্ট সংস্করণ

    নবিজুল ইসলাম নবীন:

    মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো।
    নীলফামারীতে বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখা গঠনের প্রস্তুতি সভা গত ১৫-১০-২২ শনিবার বিকাল চার ঘটিকায় নীলফামারী সার্কিট হাউস সংলগ্ন বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে নীলফামারী জেলা শাখার সম্মেলন ও পুস্ততি সভা অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার উদোক্তা আহবায়ক মোঃ মাইনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার সদস্য সচিব হামিদার রহমানের (সঞ্চালনে) এসময় আরও উপস্থিত ছিলেন জেলার সাবেক সদস্য সচিব আবদুল বারী, আলোচনা রাখেন ক্লাবের নীলফামারী জেলা শাখার প্রতিটা উপজেলার আহবায়ক এবং সদস্য সচিবসহ অন্যরা।

    এ সময় বক্তারা বলেন আমারা সকলে দেশ ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একতাবদ্ধ হয়ে কাজ করবো, বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা শাখা কমিটি গঠন ও সত্যন্যায়ের পক্ষে থেকে কাজ করার অঙ্গিকার নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ও রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন মহৎ উদ্দেশ্যকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে কমিটির আহবায়ক মাইনুল হক সভার সমাপ্তি ঘোষণা করেন।

    http://এইচ/কে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ