নেত্রকোণা সরকারী কলেজ ছাত্রলীগের প্রকাশিত সাইডুলি’র শোক সংখ্যার মোড়ক উম্মোচন

- আপডেট সময় : ০১:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৯৬৩৯ বার পড়া হয়েছে
আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় মঙ্গলবার জেলা পাবলিক হল মিলনায়তনে সরকারি কলেজ ছাত্রলীগ এর প্রকাশিত সাইডুলি’র শোক সংখ্যার মোড়ক উম্মোচন হয়।
বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা সরকারি কলেজ শাখা বিভিন্ন দিবসে সাইডুলি নামে ছোট কাগজ প্রকাশ করে, ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এবার সাইডুলি শোক সংখ্যা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা সরকারি কলেজ শাখা। নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর সার্বিক তত্বাবধানে , নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এর সম্পাদনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমান মিঠুন এর সহ-সম্পাদনায়
সাইডুলির শোক সংখ্যার মোড়ক উন্মোচন করেন মাননীয় সমাজ কল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ,
সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শামসুল হক লিটন
জেলা পরিষদ চেয়ারময়ান অসিত সরকার সজল জেলা প্রশাসক শাহেদ পারভেজ ,জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা ।
এমন সময় সাইডুলি শোক সংখ্যা সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদের লিখালিখিতে বা সাহিত্য চর্চায় উৎসাহি করা, তাদের চোখে তাদের ভাবনায় বঙ্গবন্ধুকে নিয়ে কি ভাবনা তার প্রতিফলনই ঘটেছে তাদের লেখায়। তারা বঙ্গবন্ধু কে নিয়ে তারঁ জীবনদর্শন নিয়ে যত জানবে যত ভাববে ঠিক সেভাবেই তারা বঙ্গবন্ধু র আদর্শচর্চা ও লালনের পথ খুজে পাবে ।