• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলায় ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৩ , ৩:৪২:০৪ প্রিন্ট সংস্করণ

    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উপ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সামছ্ আল ইসলাম ভূঁইয়া।

    শাখা সভাপতি মুফতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জমির উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় শুরু হওয়া কর্মশালায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সামছুল হক (সুমন), কার্যনির্বাহী সদস্য মাওলানা কাজী মোহাম্মদ আলী ও কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক জনাব মনির হোসেন প্রমুখ।

    প্রশিক্ষণ কর্মশালা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র সভাপতি হাফেজ মাওলানা সামছ্ আল ইসলাম ভূঁইয়া বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
    নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, সহ-সভাপতি হাফেজ মোঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

    পরবর্তীতে নবীনগর উপজেলায় ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। নবীনগর উপজেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা উদ্যোগে শাখা সভাপতি মাওলানা মনির হোসেন সভাপতিত্বে ও সহ সভাপতি সোহাইল ইসলাম’র সঞ্চালনায় ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    উক্ত ইউনিয়ন দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা সামছ্ আল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ