• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    বালিয়াকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ২:০১:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোাঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি।

    রাজবাড়ী বালিয়াকান্দিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৩ জুলাই) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখো।

    এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ