ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ রফি উসমানী আর নেই

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ৯৬৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মীযান মুহাম্মদ হাসান

মুফতি রফি উসমানী (রহ.) মুসলিম বিশ্বের একজন বরেণ্য আলেম, মুহাদ্দিস, লেখক ও গবেষক৷ পাকিস্তানের গ্রান্ড মুফতি ও মুফাসসির৷ গত রাত আনুমানিক ১.টা ৫০ মিনিট এ তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তার ছোট ভাই বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি তাকী উসমানী।

তিনি নাওয়াদিরুল ফিকহ ও দরসে মুসলিমসহ মোট ২৭টি গবেষণালব্ধ কিতাব রচনা করেছেন৷
তিনি দারুল উলূম করাচীর মুহতামিম ও মহাপরিচালক ছিলেন৷

পাকিস্থানে তিনি ১৯৯৫ সাল থেকে মুফতিয়ে আজম বা গ্রান্ড মুফতি হিসেবে সমাসীন ছিলেন৷ উলামায়ে কেরাম তাকে এই উপাধি দিয়েছিলেন৷ তিনি ইউরোপ, আমেরিকা ও এশিয়া সফর করেছেন এবং সফরনামাও লিখেছেন৷

একাধিকবার বাংলাদেশেও সফর করেছেন৷ তিনি আধুনিক যুগে উদ্ভাবিত নিত্য নতুন জটিল মাসাইলের শরয়ি সমাধানে দক্ষ ছিলেন৷ ছিলেন যুগের ফকীহ৷ তিনি ভারসাম্যপূর্ণ চিন্তার অধিকারী৷ ছিলেন একজন চিন্তাবিদ ও ইসলামিক স্কলার।

পাকিস্থান আন্দোলনের অগ্রনায়ক তাফসীরে মারেফুল কুরআনের মুফাসসির ও পাকিস্থানের মুফতীয়ে আজম মুফতি মুহাম্মদ শফী রহ এর বড় ছেলে৷ মুসলিম বিশ্বের পরিচিত ও খ্যাতিমান মুফতি ও ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ তাকী উসমানীর বড় ভাই৷

অবিভক্ত ভারতের ইউপি প্রদেশের দেওবন্দে ১৯৩৬ সালে তাঁর জন্ম৷ তার দাদা ও পিতা দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন৷ দেশভাগের সময় ১৯৪৮ সালে তিনি স্বপরিবারে পাকিস্থানে হিজরত করেন৷ দারুল উলূম করাচী ও পানজাব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়ালেখা করেন৷ তিনি পাকিস্থানে কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পৃষ্ঠপোষক ছিলেন৷

তিনি ছিলেন হাদীস, ফিকহ ও তাফসীর বিষয়ে বিশ্বসেরা এক মনীষী৷ ইসলামি অর্থনীতি ও সমরনীতি নিয়ে তিনি লেখালেখি করেছেন৷

পাকিস্থানের দৈনিক জং, ডনসহ মিডিয়ায় তিনি লিখতেন৷ টিভি পোগ্রামেও অংশ নিতেন এবং নানা বিষয়ে মতামত দিতেন৷ মুফতি রফি উসমানী মুসলিম বিশ্বের সম্পদ৷ মুসলিম উম্মাহ হারালো যুগসচেতন বরেণ্য এক আলেমকে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ রফি উসমানী আর নেই

আপডেট সময় : ০৮:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

মীযান মুহাম্মদ হাসান

মুফতি রফি উসমানী (রহ.) মুসলিম বিশ্বের একজন বরেণ্য আলেম, মুহাদ্দিস, লেখক ও গবেষক৷ পাকিস্তানের গ্রান্ড মুফতি ও মুফাসসির৷ গত রাত আনুমানিক ১.টা ৫০ মিনিট এ তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তার ছোট ভাই বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি তাকী উসমানী।

তিনি নাওয়াদিরুল ফিকহ ও দরসে মুসলিমসহ মোট ২৭টি গবেষণালব্ধ কিতাব রচনা করেছেন৷
তিনি দারুল উলূম করাচীর মুহতামিম ও মহাপরিচালক ছিলেন৷

পাকিস্থানে তিনি ১৯৯৫ সাল থেকে মুফতিয়ে আজম বা গ্রান্ড মুফতি হিসেবে সমাসীন ছিলেন৷ উলামায়ে কেরাম তাকে এই উপাধি দিয়েছিলেন৷ তিনি ইউরোপ, আমেরিকা ও এশিয়া সফর করেছেন এবং সফরনামাও লিখেছেন৷

একাধিকবার বাংলাদেশেও সফর করেছেন৷ তিনি আধুনিক যুগে উদ্ভাবিত নিত্য নতুন জটিল মাসাইলের শরয়ি সমাধানে দক্ষ ছিলেন৷ ছিলেন যুগের ফকীহ৷ তিনি ভারসাম্যপূর্ণ চিন্তার অধিকারী৷ ছিলেন একজন চিন্তাবিদ ও ইসলামিক স্কলার।

পাকিস্থান আন্দোলনের অগ্রনায়ক তাফসীরে মারেফুল কুরআনের মুফাসসির ও পাকিস্থানের মুফতীয়ে আজম মুফতি মুহাম্মদ শফী রহ এর বড় ছেলে৷ মুসলিম বিশ্বের পরিচিত ও খ্যাতিমান মুফতি ও ইসলামিক স্কলার মুফতি মুহাম্মদ তাকী উসমানীর বড় ভাই৷

অবিভক্ত ভারতের ইউপি প্রদেশের দেওবন্দে ১৯৩৬ সালে তাঁর জন্ম৷ তার দাদা ও পিতা দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন৷ দেশভাগের সময় ১৯৪৮ সালে তিনি স্বপরিবারে পাকিস্থানে হিজরত করেন৷ দারুল উলূম করাচী ও পানজাব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়ালেখা করেন৷ তিনি পাকিস্থানে কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার পৃষ্ঠপোষক ছিলেন৷

তিনি ছিলেন হাদীস, ফিকহ ও তাফসীর বিষয়ে বিশ্বসেরা এক মনীষী৷ ইসলামি অর্থনীতি ও সমরনীতি নিয়ে তিনি লেখালেখি করেছেন৷

পাকিস্থানের দৈনিক জং, ডনসহ মিডিয়ায় তিনি লিখতেন৷ টিভি পোগ্রামেও অংশ নিতেন এবং নানা বিষয়ে মতামত দিতেন৷ মুফতি রফি উসমানী মুসলিম বিশ্বের সম্পদ৷ মুসলিম উম্মাহ হারালো যুগসচেতন বরেণ্য এক আলেমকে৷