• সারাদেশ

    ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে ছাদ থেকে পরে কিশোরের মৃত্যু

      প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৫:২৬:৪০ প্রিন্ট সংস্করণ

    আজিজ উদ্দিন।।

    ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

    গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।
    নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।

    তিনি জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে মুসা। বিকেলে পরিবারের সবাই যখন ঘুমাচ্ছিলেন তখন মুসা পতাকা টাঙ্গাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পরে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মুছাকে মৃত ঘোষণা করেন।

    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে ছাদ থেকে পড়ে একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। লাশটি বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে। ওদের পরিবার থেকে অভিযোগ পেলে লাশটি পোস্টমর্টেম করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ