• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    ভাংগার নুরুল্লল্যাগঞ্জে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত | বাংলাদেশের বার্তা 

      প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ১:০১:৫০ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত সদরপুর( ফরিদপুর) 

    ঘরে ঘরে পাহারা গড়ি, চোর ডাকাত প্রতিরোধ করি। এ স্লোগান কে সামনে রেখে রবিবার বিকেল ৪ ঘটিকার সময় ভাংগা থানার নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম সাহাবুরের সভাপতিত্বে নুরুল্ল্যগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে  এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রতিবাদ সভায় সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গের সাথে আরো উপস্থিত ছিলেন নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী, বিশিষ্ট্য সমাজসেবক মাহবুব মোর্শেদ বুলু ভুইয়া, জাহিদ হোসেন, ছাত্রলীগ নেতা আলামিন, যুবলীগ নেতা মাহিদুল মীর, সমাজ সেবক কিবরিয়া মাতুব্বর সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন নুরুল্ল্যগঞ্জ থেকে চোর ডাকাত মাদক সন্ত্রাসের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ আন্দোলন করে সমাজ থেকে এসব দোষীদের উৎখাত করা হবে।

    প্রয়োজনে পুলিশ প্রসাশনের সহযোগীতা নেওয়া হবে। বিশেষ বক্তব্যে সৈয়দ আশরাফ আলী বলেন সমাজ থেকে অপরাধ নির্মুলে আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগীতা করবো।অন্যায়ের বিরুদ্ধে আপনারা চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করবেন।

    সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম সাহাবুর বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের শান্তিতে রাখা আমার নৈতিক দায়ীত্ব। তাই চোর ডাকাত মাদক সন্ত্রাদের বিরুদ্ধে আপনার আমাকে অতন্দ্র প্রহরীর মত পাশে পাবেন। যে কোন মুল্যে এসব দায়ীদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে ভাংগা থানার পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ