ভেলাবাড়ি ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন আদিতমারীর মাঝে রত্নাই মালদাহা নদীতে ব্রীজ এর দাবি

- আপডেট সময় : ০৪:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৯৬৩৬ বার পড়া হয়েছে
চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি।
ভেলাবাড়ি ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন এ অবস্থিত রত্নাই মালদা নদী টি নদী দিয়ে এলাকায় লোকজন এর যাতায়াতের খুবই সমস্যা। দীর্ঘ কয়এক বছর ধরে বীজ হওয়ার আশায় এলাকার মানুষ।
ওই নদী দিয়ে পারাপারের খুবই কম সময়ে যেতে পারে চাপারহাট শিয়ালখোয়া লোহাকুচি বলাইরহাট কালীস্থান হাজীগঞ্জ তালুক দুলালী বাজার বাগদীর বাজার আমেনা ফলিমারী শাহাআলম মার্কেট এর লোকজন এর পারাপারের সহজ হয় শটিবাড়ি বাজার মোগলহাট বাজার দূর্গাপুর বাজার বটতলা বাজার চাতারাপাড় কালীরহাট দুরাকুটি বাজার যেতে হলে সমস্যা হয় ওই নদীতে বীজ হলে যাতায়াতের সময় কম লাগবে এলাকায় লোকজন এর অনেক সুবিধা হবে ও খুবই দূরত্ব কিলোমিটার কমে যাবে।
পারাপারের খুবই সমস্যা হয় বন্যর সময় এলাকায় লোকজন দূর ভোগে পরে যায়। এই নদীটির দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার গড় প্রস্থ ১৮ কিলোমিটার এ অবস্থিত রত্নাই মালদা নদীটি দিয়ে বীজ তৈরির দাবি এলাকায় লোকজন এর । বীজটি হলে পরে এলাকায় লোকজন এর অনেক সুবিধা হবে খুবই কম সময় লাগবে। বীজটি হবে বলে দীর্ঘ কয় এক বছর ধরে হয় না