• অভিযান

    ভোলায় হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন উদ্ধার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ২:৫৩:১৮ প্রিন্ট সংস্করণ

    মোঃআল-আমিন,ভোলা জেলা প্রতিনিধি।

    মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

    ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫টি স্মার্ট ফোন সোমবার (১৭ এপ্রিল) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন।

    ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ সময় রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, জনাব প্রণয় রায়, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১ জেলা বিশেষ শাখা,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ