প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ১:৩০:১৪ প্রিন্ট সংস্করণ
মো:আসাদুজ্জামান, মঠবাড়িয়া স্টাফ রিপোর্ট:
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রোববার সকালে মসজিদ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়‚মের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পৌর প্রশাসক আরিফ উল হক, উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম, মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামন তালুকদার, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ নওরোজ, সাবেক ইমাম সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মঠবাড়িয়া ফিল্ড সুপারভাইজার ওমর ফারুক প্রমুখ।
ইসালিমক ফাউন্ডেশন মঠবাড়িয়া কার্যালয় সূত্রে জানাগেছে, তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচ তলায় রয়েছে ইমাম ও প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ রুম। মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা ও গাড়ি পার্কিং সুবিধা।
দ্বিতীয় তলায় নামাজের স্থান এবং সামনের অংশে জানাজা নামাজের ব্যবস্থা। এছাড়া অফিস রুম, কনফারেন্স রুম, দুইটি গেস্ট রুম, ওযু ও গোসল খানা এবং তৃতীয় তলার একাংশে পুরুষ ও অপরাংশে নারীদের নামাজের ব্যবস্থা। তাছাড়া রিসোর্স রুম ও অফিস রুম সহ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার ব্যবস্থা। ইতোমধ্যে ঈমাম, মুয়াজ্জিন এবং খাদেম নিয়োগ দেয়া কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর সভাপতি নির্বাহী কর্মকর্তা আব্দুর কাইযূম বলেন, সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকার ন্যায় মঠবাড়িয়ার মডেল মসজিদ ও ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
ইতোমধ্যে সরকারি নিয়ম অনুযায়ী গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ও ঈমাম, মুয়াজ্জিন এবং খাদেম নিয়োগ দেয়া কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রাপ্তিরা ইসলামী ফাউন্ডেশন প্রকল্পের মাধ্যমে বেতন-ভাতাদি পাবেন।