ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

মেসি, রোনাল্ডো, নেইমার সহ প্রিয় তারকারা কোন গ্রুপে আছেন?

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০২:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৯৬৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ।এবারের ফুটবল বিশ্বকাপের শিরোপা জিততে লড়াইয়ে নামবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র-সহ একাধিক তারকা ফুটবলাররা। গোটা বিশ্ব জুড়ে ফুটবল সমর্থকরা এখন যেন উৎসব পালনে ব্যস্ত। কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহালা’কে সঙ্গী করে অনুশীলনে মেতে সমস্ত দল। প্রিয় তারকার এক ঝলক পেতে সমর্থকদের মধ্যে উদ্দীপনাও কম নয়। আর উত্তেজনার পারদ যখন চরমে তখন ওপেনিং ম্যাচের আগেই একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক প্রিয় দলের গ্রুপ বিন্যাসে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে যায় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে কে কোন গ্রুপে খেলবে তা আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল। প্রতিটি দল তাদের প্রতিপক্ষদের নিয়ে ইতোমধ্যেই তাঁদের রণকৌশল সাজিয়ে ফেলেছে। বিশ্বকাপের প্রাক্তন দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি একই গ্রুপে লড়ছে। তবে ‘গ্রুপ অফ ডেথ’ অর্থাৎ মৃত্যুকূপের মর্যাদা পেয়েছে পর্তুগালের এইচ-গ্রুপ। এই গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের লড়তে হবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া এবং ঘানার সঙ্গে। মেসির আর্জেন্টিনা রয়েছে সি-গ্রুপে। সেখানে তাঁদের প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। অপরদিকে জি-গ্রুপে নেমারের ব্রাজিল লড়বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে।

আসুন একনজরে দেখে নেওয়া যাক গ্রুপবিন্যাস:

∆ গ্রুপ-এ:

কাতার, নেদারল্যান্ডস,

সেনেগল, ইকুয়েডর।

∆ গ্রুপ-বি:

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র,

ইরান, ওয়েলস

∆ গ্রুপ-সি:

আর্জেন্টিনা, মেক্সিকো,

পোল্যান্ড, সৌদি আরব।

∆ গ্রুপ-ডি :

ফ্রান্স, ডেনমার্ক,

তিউনিশিয়া, অস্ট্রেলিয়া

∆ গ্রুপ-ই :

স্পেন, জার্মানি,

জাপান, কোস্টারিকা।

∆ গ্রুপ-এফ :

বেলজিয়াম, ক্রোয়েশিয়া,

মরক্কো, কানাডা।

∆ গ্রুপ-জি :

ব্রাজিল, সুইজারল্যান্ড,

সার্বিয়া, ক্যামেরুন।

∆ গ্রুপ-এইচ :

পর্তুগাল, উরুগুয়ে,

দক্ষিণ কোরিয়া, ঘানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসি, রোনাল্ডো, নেইমার সহ প্রিয় তারকারা কোন গ্রুপে আছেন?

আপডেট সময় : ০২:৪০:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ।এবারের ফুটবল বিশ্বকাপের শিরোপা জিততে লড়াইয়ে নামবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র-সহ একাধিক তারকা ফুটবলাররা। গোটা বিশ্ব জুড়ে ফুটবল সমর্থকরা এখন যেন উৎসব পালনে ব্যস্ত। কাতার বিশ্বকাপের অফিসিয়াল বল ‘আল রিহালা’কে সঙ্গী করে অনুশীলনে মেতে সমস্ত দল। প্রিয় তারকার এক ঝলক পেতে সমর্থকদের মধ্যে উদ্দীপনাও কম নয়। আর উত্তেজনার পারদ যখন চরমে তখন ওপেনিং ম্যাচের আগেই একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক প্রিয় দলের গ্রুপ বিন্যাসে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই বিশ্বকাপের আয়োজক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে যায় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র।কাতারে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে কে কোন গ্রুপে খেলবে তা আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল। প্রতিটি দল তাদের প্রতিপক্ষদের নিয়ে ইতোমধ্যেই তাঁদের রণকৌশল সাজিয়ে ফেলেছে। বিশ্বকাপের প্রাক্তন দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি একই গ্রুপে লড়ছে। তবে ‘গ্রুপ অফ ডেথ’ অর্থাৎ মৃত্যুকূপের মর্যাদা পেয়েছে পর্তুগালের এইচ-গ্রুপ। এই গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের লড়তে হবে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া এবং ঘানার সঙ্গে। মেসির আর্জেন্টিনা রয়েছে সি-গ্রুপে। সেখানে তাঁদের প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। অপরদিকে জি-গ্রুপে নেমারের ব্রাজিল লড়বে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে।

আসুন একনজরে দেখে নেওয়া যাক গ্রুপবিন্যাস:

∆ গ্রুপ-এ:

কাতার, নেদারল্যান্ডস,

সেনেগল, ইকুয়েডর।

∆ গ্রুপ-বি:

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র,

ইরান, ওয়েলস

∆ গ্রুপ-সি:

আর্জেন্টিনা, মেক্সিকো,

পোল্যান্ড, সৌদি আরব।

∆ গ্রুপ-ডি :

ফ্রান্স, ডেনমার্ক,

তিউনিশিয়া, অস্ট্রেলিয়া

∆ গ্রুপ-ই :

স্পেন, জার্মানি,

জাপান, কোস্টারিকা।

∆ গ্রুপ-এফ :

বেলজিয়াম, ক্রোয়েশিয়া,

মরক্কো, কানাডা।

∆ গ্রুপ-জি :

ব্রাজিল, সুইজারল্যান্ড,

সার্বিয়া, ক্যামেরুন।

∆ গ্রুপ-এইচ :

পর্তুগাল, উরুগুয়ে,

দক্ষিণ কোরিয়া, ঘানা।