প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ৬:১৯:০৬ প্রিন্ট সংস্করণ
ঢাকা প্রতিনিধি।
রাজধানীর অলিতে-গলিতে একা কোনো পথচারীকে দেখলেই সালাম,এরপরে দাঁড়ালেই ছুরি বা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় একটি চক্র।
ছিনতাইয়ের এমন প্রস্তুতিকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে সালাম পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন,উজ্জ্বল হোসেন তালুকদার, মিজান,নয়ন,ও এক কিশোর।
বৃহস্পতিবার (৯ই মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (১০ই মার্চ) বিকেলে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান,মিরপুরের স্বাধীন বাংলা মার্কেটের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়।
তিনি জানান,এই চক্রটি রাতে নির্জন এলাকায় অবস্থান করেন, কেও যেন সন্দেহ না করে সে জন্য। নিজেদের মধ্যে কিছু দুরত্ব রেখেই দাঁড়িয়ে থাকে,এরপর একা কোনো পথচারী সে পথে গেলে তাকে সালাম দেয়, সালাম পেয়ে পথচারী দাঁড়ালেই বাকি তিনজন আশপাশ থেকে এসে তাকে ছোরার মুখে ঘিরে ধরে,এরপর মোবাইল মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান,গ্রেফতার চারজনই চিহ্নিত ছিনতাইকারী ও সংঘবদ্ধ চক্র। তাদের মধ্যে নয়নের বিরুদ্ধে তিনটি এবং উজ্জল ও মিজানের বিরুদ্ধে দুটি করে মামলা রয়েছে।