প্রতিনিধি ৭ মার্চ ২০২৩ , ১০:৫৭:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লা আইডিয়াল কলেজ এর সহযোগিতায় রাজাপুর ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা প্রতিযোগিতা,আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন -মাতৃভাষা, মাতৃভূমি ও মা বাবাকে ভালবাসতে হবে, যখন যা কিছুই করবে মন দিয়ে করবে।
পড়াশোনা করবে মনোযোগ সহকারে আনন্দের সহিত।
রাজাপুর ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আবুল হাশেম মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তাব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সোলায়মান, অনুষ্ঠানের আহবায়ক ও
কুমিল্লা আইডিয়াল কলেজ এর পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক সুনীল চন্দ্র দাস।
ভাষা প্রতিযোগিতায় রেহেনা আক্তার প্রথম স্থান, সানজিদা আক্তার দ্বিতীয় স্থান, রোমা আক্তার তৃতীয় স্থান অধিকার করে। বিভিন্ন ক্যাটাগরীতে ২০ জনকে পুরস্কার হিসাবে বই দেওয়া হয়।