• অন্যান্য

    রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২৩ , ১:৩৫:০৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক।

    রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের
    নিয়মিত সভা ও ক্লাব এসেম্বলি ক্লাব সভাপতি রো. শাকিল মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিক হয়।

    সভার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পর ক্লাব এসেম্বলিতে সেশন স্পিকার ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের প্রতিষ্ঠাতা আরসিসি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রোটা.
    মহিউদ্দিন লিটন।

    পিডিআরআর রোটা. নাফিজুল আলম বাঁধন, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি ও ক্লাব
    ট্রেইনার রো. আবু নেছার উদ্দিন, সাবেক সভাপতি রো. সালাম সামী।

    এ সময় উপস্থিত ছিলেন মহানগর ক্লাবের সাবেক সভাপতি ও ডেপুটি ডিস্ট্রিক্ট রোটার‍্যাক্ট রিপ্রেজেন্টেটিভ রো. পিন্টু চন্দ্র সরকার,সাবেক সভাপতি ও জোনাল রিপ্রেজেন্টেটিভ টিটু মজুমদার,ডিআরআর ফাউন্ডেশন কমিটির সম্মানিত সদস্য রো. তাজুল ইসলাম সোহেল,
    এডিশনাল চীফ ডিস্ট্রিক্ট ট্রেইনার রো. মোফাজ্জল হোসেন রনি, চীফ এইড টু ডিআরআর মাসুমুল বারী কায়সার, রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতির সভাপতি রো. নাজমুল হুদা সোহাগ, সচিব রো. হাসান তারেক,
    রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের সহ- সভাপতি মো: রাব্বী খন্দকার হৃদয়, রো. সবুজ মজুমদার,
    রো. আব্দুস সালাম, রো. সাফায়েত হোসেন,রো. মোঃ আজহার মাহমুদ আসিফ, রো. ইমাম হোসেন ইমন, রো. মাহমুদা নূর জান্নাত প্রমুখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ