প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:১৩:৩৮ প্রিন্ট সংস্করণ
আজিজ উদ্দিন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের তত্ত্বাবধানে বছর ব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প।
শুক্রবার (১৭ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা লিভার রোগে আক্রান্ত তারেকুল ইসলামের চিকিৎসার ব্যয়ভারসহ সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন মোহাম্মদ নজিবুল ইসলাম।
মোঃ তারেকুল ইসলাম (১৪), পিতাঃ মোঃ আবদুল্লাহ, মাতাঃ পারভিন আকতার। দুইভাই একবোনের সংসারে তারেক সবার বড়। পড়ালেখা করে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে। তারেকের পিতা দিনমজুর হিসেবে কৃষকের কাজ করেন। তার মাতা গৃহিণী। তারেকের মেঝ বোন মোকারমা আকতার ৪র্থ শ্রেণিতে পড়ে। তারেকের ছোট ভাই মোঃ রিদুয়ান ৩য় শ্রেণিতে পড়ে।
তিনভাই বোন আর বাবা মা সহ ৫জনের সংসার টানতে হিমশিম পোহাতে হয় দরিদ্র দিনমজুর কৃষক মোঃ আবদুল্লাহর। মোঃ তারেক দীর্ঘদিন ধরে লিভার ও থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। চিকিৎসার ব্যয়বার এতো বেশি যে, তারেকের পরিবারের পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছিল না।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের তত্তাবদায়ক নজিবুল ইসলাম বলেন, মাননীয় প্রধারমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য বাসস্থান, চিকিৎসা সেবা, পড়ালেখা নিশ্চিত করেছেন। তাঁর ঐ ধারাবাহিকতায় আমি আমার সাধ্যমতে রামু উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বছরব্যাপী চিকিৎসা সেবা ও ফ্রি ঔষুধপত্র প্রদান করার উদ্যোগ নিয়েছি।
তিনি আরো বলেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ তারেকুল ইসলামের বিষয়টা জেনে মর্মহত হয়েছি। আমি নিজ উদ্যোগে ডাক্তারদের পরামর্শে তার চিকিৎসার জন্য যা যা করতে হয় তা করব। তাকে সুস্থ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দরকার হলে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করব। তারেকের মত আর কেউ বড় ধরণের অসুস্থ থাকলে, টাকার অভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করতে না পারলে, আমি খবর পেলে তাদেরও চিকিৎসা সেবা নিশ্চিত করব।
কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, প্রত্যান্ত অঞ্চলে এই চিকিৎসা ক্যাম্প প্রশাংসার দাবীদার। বিশেজ্ঞ চিকিৎসকদ্বারা সরাসরি চিকিৎসা সেবা পেয়ে জনগণ খুশি।
তারেকুল ইসলাম বলেন, আমার চিকিৎসা দায়িত্ব গ্রহণ করায় আমি ও আমার পরিবার নজিবুল ইসলামের নিকট কতৃজ্ঞ।