• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    শশুর বাড়ির অশান্তির কারণে নিজ সন্তানকে হত্যা

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৩ , ৫:১১:০০ প্রিন্ট সংস্করণ

    দেলোয়ার হোসাইন মাহদী। ( ব্রাহ্মণবাড়িয়া)

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিদ্যাকুট গ্রামের প্রবাসী ওয়ালি উল্লাহর মেয়ে হাজেরা (৪মাস) রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেছে।

    পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে নিহত শিশুর “মা” রুমা বেগমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি রাত্র ২টায় ঘুম থেকে উঠে বাথরুমে যাই, ফিরে এসে সন্তান দুটোকে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর ৫টায় উঠে শিশু হাজেরাকে পাইনা। দরজা খোলা অবস্থায় পাই। পরে খোজতে গিয়ে দেখি বাড়ির পাশের পুকুরে মৃত অবস্থায় পড়ে আছে। এলাকাবাসী শিশুর লাশটিকে তুলে সহযেগিতার জন্য ৯৯৯ এ কল করেন।

    এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, ঘটনার খবর পেয়ে তদস্থলে পুলিশ পাঠাই এবং এ বিষয়ে তদন্ত চলছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
    কিন্তু ঘটনার দ্বিতীয় দিন আজ ২৩/১০/২৩ ইং তারিখে জানা যায়, পুলিশি জিজ্ঞাসাবাদে মা শশুর বাড়ির অশান্তির কারণে নিজ সন্তানকে হত্যা করেছে এমর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে জানা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ