প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:০৫:৩২ প্রিন্ট সংস্করণ
এ.এম.ফিরোজ, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।২৫ ফ্রেব্রুয়ারী শনিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ওই প্রদশর্নীর উদ্বোধন করা হয়। প্রদশর্নীর শুভ উদ্ভোধন করেন নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন।
সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সারোয়ার আলম তালুকদার , মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন , নকলা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফরিদুল আলম আজাদ আলমগীর ,জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন ছানু, ৭ নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, প্রাণী সম্পদ সম্প্রাসারণ কর্মকতা ডাক্তার সুজন মিয়া প্রমুখ।
এসময় আগত প্রাণী সম্পদ বিভাগের চাষীদের ও খামারীদের মাঝে পুরুষ্কার ও সনদ বিতরণ করা হয়।