ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::

সদরপুরে অবৈধ//ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি

বাংলাদেশের বার্তা
  • আপডেট সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ৯৮৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর প্রতিনিধি, (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি৷ নাম সর্বস্ব এসব ট্রাভেল এজেন্সীর কোন বৈধ কাগজ পত্র না থাকায় একদিকে প্রতারিত হচ্ছে বিদেশ গামী কর্মীরা অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে৷

উপজেলার কৃষ্ণপুর মোড়ে রয়েছে এশিয়া ট্রাভেল এজেন্সী, কলেজ মোড়ে সরোয়ার টুরস এন্ড ট্রাভেলস, থানার সামনের মার্কেটে দোতালায় স্কাইল্যান্ড ট্রাভেল,শিকদার টাওয়ার (হাসপাতাল মোড়) মার্কেটের খন্দকার ট্যুর এন্ড ট্রাভেলস, সৈয়দ প্লাজার দোতলায় আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলস, থানার পাশে দোতলায় সান রাইজ ট্রাভেলস, সহ উপজেলা সদরের বাইরে বাবুরচর ও মনিকোঠায় ট্রাভেল এজেন্সী অফিস রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে এসব ট্রাভেল এজেন্সীর সরকারী নিয়ম অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স থাকার কথা। কিন্ত শুধু মাত্র ট্রেড লাইসেন্সের দিয়ে ব্যাবসা করে যাচ্ছে যাহা সরকারী নিয়ম অনুযায়ী অবৈধ।

কারো কারো ট্রেড লাইসেন্স হালনাগাদ নেই৷ এছাড়া উপজেলার কৃস্নপুর মোড়ে এশিয়ান ট্রাভেলস এজেন্সী নড়াইলের এক লাইসেন্স ধারীর নাম্বার ব্যাবহার করে শাখা হিসেবে পরিচালিত হচ্ছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের এ ব্যাপারে শাখার অনুমোদন নেই।

নিয়ম নীতি ও বৈধ কাগজ পত্র ছাড়া এভাবে ব্যাংগের ছাতার মত গজিয়ে উঠা ট্রাভেলস এজেন্সীর সেবা নিয়ে প্রবাসীরা প্রায়ই প্রতারিত হচ্ছে৷ অনেক প্রবাসী বিমান বন্দর থেকেও ফেরত এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সদরপুর আমিন সুপার মার্কেটে আল রাফসান ট্রাভেলস এজেন্সীর শুধু মাত্র বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স রয়েছে, আলরাফসান ট্রাভেলস এজেন্সীর মালিক সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, বৈধ লাইসেন্সধারী হয়েও অবৈধ ট্রাভেল এজেন্সীর কারনে ব্যাবসার ক্ষতি হচ্ছে। প্রবাসী যাত্রীরা ট্রাভেলস এজেন্সীর উপর আস্থা হারাচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় উপজেলা প্রশাসনের অবৈধ ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান৷ তিনি আরো বলেন ইতিপুর্বে ১৩ ই মার্চ ২০২২ইং জেলা প্রশাসক বরাবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের একটি চিঠি এসেছিল সদরপুরের এসব অবৈধ ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার, যার কপি আমার কাছে সংরক্ষিত আছে।

কিন্ত অজ্ঞাত কারনে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সচেতন মহল মনে করেন সরকারী নীতিমালা অনুযায়ী এসব ব্যাবসা পরিচালিত হলে একদিকে সরকারের রাজস্ব আয় হবে অন্যদিকে বিদেশগামীরা প্রতারনার হাত থেকে রেহাই পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে অবৈধ//ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি

আপডেট সময় : ০৫:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

সদরপুর প্রতিনিধি, (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ ট্রাভেল এজেন্সীর ছড়াছড়ি৷ নাম সর্বস্ব এসব ট্রাভেল এজেন্সীর কোন বৈধ কাগজ পত্র না থাকায় একদিকে প্রতারিত হচ্ছে বিদেশ গামী কর্মীরা অন্যদিকে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে৷

উপজেলার কৃষ্ণপুর মোড়ে রয়েছে এশিয়া ট্রাভেল এজেন্সী, কলেজ মোড়ে সরোয়ার টুরস এন্ড ট্রাভেলস, থানার সামনের মার্কেটে দোতালায় স্কাইল্যান্ড ট্রাভেল,শিকদার টাওয়ার (হাসপাতাল মোড়) মার্কেটের খন্দকার ট্যুর এন্ড ট্রাভেলস, সৈয়দ প্লাজার দোতলায় আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলস, থানার পাশে দোতলায় সান রাইজ ট্রাভেলস, সহ উপজেলা সদরের বাইরে বাবুরচর ও মনিকোঠায় ট্রাভেল এজেন্সী অফিস রয়েছে।

খোজ নিয়ে জানা গেছে এসব ট্রাভেল এজেন্সীর সরকারী নিয়ম অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স থাকার কথা। কিন্ত শুধু মাত্র ট্রেড লাইসেন্সের দিয়ে ব্যাবসা করে যাচ্ছে যাহা সরকারী নিয়ম অনুযায়ী অবৈধ।

কারো কারো ট্রেড লাইসেন্স হালনাগাদ নেই৷ এছাড়া উপজেলার কৃস্নপুর মোড়ে এশিয়ান ট্রাভেলস এজেন্সী নড়াইলের এক লাইসেন্স ধারীর নাম্বার ব্যাবহার করে শাখা হিসেবে পরিচালিত হচ্ছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের এ ব্যাপারে শাখার অনুমোদন নেই।

নিয়ম নীতি ও বৈধ কাগজ পত্র ছাড়া এভাবে ব্যাংগের ছাতার মত গজিয়ে উঠা ট্রাভেলস এজেন্সীর সেবা নিয়ে প্রবাসীরা প্রায়ই প্রতারিত হচ্ছে৷ অনেক প্রবাসী বিমান বন্দর থেকেও ফেরত এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ সদরপুর আমিন সুপার মার্কেটে আল রাফসান ট্রাভেলস এজেন্সীর শুধু মাত্র বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের লাইসেন্স রয়েছে, আলরাফসান ট্রাভেলস এজেন্সীর মালিক সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি অভিযোগ করে বলেন, বৈধ লাইসেন্সধারী হয়েও অবৈধ ট্রাভেল এজেন্সীর কারনে ব্যাবসার ক্ষতি হচ্ছে। প্রবাসী যাত্রীরা ট্রাভেলস এজেন্সীর উপর আস্থা হারাচ্ছে।

এ ব্যাপারে স্থানীয় উপজেলা প্রশাসনের অবৈধ ট্রাভেল এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার দাবী জানান৷ তিনি আরো বলেন ইতিপুর্বে ১৩ ই মার্চ ২০২২ইং জেলা প্রশাসক বরাবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের একটি চিঠি এসেছিল সদরপুরের এসব অবৈধ ট্রাভেলস এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার, যার কপি আমার কাছে সংরক্ষিত আছে।

কিন্ত অজ্ঞাত কারনে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সচেতন মহল মনে করেন সরকারী নীতিমালা অনুযায়ী এসব ব্যাবসা পরিচালিত হলে একদিকে সরকারের রাজস্ব আয় হবে অন্যদিকে বিদেশগামীরা প্রতারনার হাত থেকে রেহাই পাবে।