সদরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস উদযাপন | বাংলাদেশের বার্তা

- আপডেট সময় : ০৯:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ৯৬৪২ বার পড়া হয়েছে
রানা অর্ণব,নিজস্ব প্রতিবেদকঃ
জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বীমা করি প্রতিজনে !! এই স্লোগান নিয়ে পালিত হলো জাতীয় বীমা দিবস ২০২৩। সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা দরবার হলের সামনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে, দরবার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়,
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, এম এ গাফফার, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ফরিদপুর সার্ভিস সেল ইনচার্জ এসকেন্দার আলী মাতুব্বর, সহ সকল বীমা কোম্পানির প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।