• আঞ্চলিক গ্রাম-গঞ্জ

    সদরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত ১৭ জন রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ 

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৮:৪০:১৭ প্রিন্ট সংস্করণ

    সোবাহান সৈকত, সদরপুর (ফরিদপুর)  প্রতিনিধি ।

    সোমবার ফরিদপুরের সদরপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ এককালীন ৫০,০০০/ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

    উপজেলা পরিষদ দরবার হলে অনুষ্ঠিত চেক বিতরণ আনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, ক্যাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া, বাংলাদেশ প্রেস ক্লাবের সদরপুর উপজেলা শাখার সভাপতি শিমুল তালুকদার ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

    অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ৮ জন, কিডনী রোগে আক্রান্ত ৩, স্ট্রোকে আক্রান্ত ৩ ,  লিভার সিরোসিসে আক্রান্ত ২ ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জন মোট ১৭ জন রোগীর মাঝে প্রত্যেক কে ৫০,০০০/ টাকার চেক বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ