সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী আগামী ০৮ মে

- আপডেট সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ৯৬৩৯ বার পড়া হয়েছে
আজিজ উদ্দিন।।
রবিঠাকুর বাঙালির মানসপটে সদাই বিরাজমান। বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে, তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা, ভাবনা-সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ০৮ মে, সন্ধ্যা ০৬.০০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জন্মজয়ন্তী।
রবীন্দ্র জন্মজয়ন্তী পালন উপলক্ষে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম,সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম,শ্রুতি আবৃত্তি অঙ্গন সভাপতি এড.প্রতিভা দাশ,সৈকত খেলাঘর আসর সভাপতি নুপুর বড়ুয়া, নাট্য সংগঠক কবি তাপস বড়ুয়া, সৈকত খেলাঘর সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস,সত্যেন সেন শিল্পীগোষ্টী সাধারণ সম্পাদক মনির মোবারক, সাংস্কৃতিক সংগঠক অন্তিক চক্রবর্তী, বিজয়মুখের সমন্বয়ক অজয় দে প্রমুখ।