প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৩:২৫:১২ প্রিন্ট সংস্করণ
আবু সুফিয়ান,সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৩ ইং শেরপুর জাকের মঞ্জিলে মহা সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দাওয়াতী মিশন ও ছাত্র সম্মেলন বৃহস্পতিবার জাকের পার্টির জেলা কার্যালয় সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ডাঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি গণি মোল্লা।
মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন স্বপন মাহমুদ, জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক। তিনি বলেন আজ থেকে সাড়ে চৌদ্দ শ বছর পূর্বে সত্য আদর্শ প্রতিষ্ঠায় সত্য ইসলাম প্রচারে ও বিকাশে অনেক সময় অনেক যুদ্ধে যেই কৌশল অবলম্বন করেছেন সেই একি প্রয়াস বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্ শূফি খাজা বাবা ফরিদপুরি (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টি দয়াল নবীজীর সত্য ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় প্রচারে আমাদের কাজ করে যেতে হবে।
মিশনে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগের সভাপতি আব্দুর রুবেল।
মিশনে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের যুগ্ম তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় পরিষদ, ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক এম.হাবিবুর রহমান ছিদ্দিকী । তিনি জাকের পার্টি ও জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাংগঠনিক অবকাঠামোর নানা দিক আলোকপাত করেন।
মিশন প্রধান তার বক্তব্যে আরো বলেন জাকের পার্টির প্রচার ও প্রসারের জন্য আমাদের ব্যাপকভাবে কাজ করে যেতে হবে। সামনে বিশ্ব ইসলামী মহা সম্মেলনের দাওয়াত নিয়ে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
ছাত্র সম্মেলন ও দাওয়াতী কেন্দ্রীয় মিশনে সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সর্বস্তরের নেতাকর্মী/থানা/উপজেলা সমুহের প্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।