• অন্যান্য

    হালকা মাটি খুরে মাটিতে ক্রাম তৈরী করলো বাক প্রতিবন্ধী

      প্রতিনিধি ১৫ মার্চ ২০২৩ , ৬:৩৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ রোমান আকন্দ,গাইবান্ধা জেলা প্রতিনিধি।

    গাইবান্ধায় মাটি গর্ত করে ক্রাম ও প্লাস্টিকের বোতলের ছিপি কিংবা মুকারিকে ক্রামের গুটি ও স্টাইক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বাক ও শ্রবন প্রতিবন্ধী এক ছেলে।

    গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের প্রত্যন্ত পার-বাগুড়িয়া গ্রামে তৈরী করা হয়েছে এমন ক্রাম।এমন ঘটনায় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাক ও শ্রবন প্রতিবন্ধী ছেলেটি।

    সরোজমিনে দেখা যায়, পরিত্যক্ত প্লাস্টিক বোতলের মুকারি গুলোকে গুটি ও ছয়াবিনের তেলের বড় মুকারিকে স্টাইক বানিয়েছে সে। বর্তমান বাজারে যেখানে মোবাইল ফোনে ব্যাস্থ ছেলেপেলেরা আর সেখানে সকাল ও বিকেলে এমন একটি ক্রাম খেলায় মাতোয়ারা হয়েছে তারা।

    শিশু বাচ্চাদেরকে এমন ক্রামের বিষয়ে জিজ্ঞাস করা হলে তারা জানায় সে প্রতিবন্ধী, আমরা স্বাভাবিক,তার পরও এমন এক চিন্তা আমাদের মাথায় কখনও আসেনাই।এমন এক আশ্চর্যকর ভাবে তৈরী করা ক্রমের জন্য আমরা ওকে ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে যেখানে সকলে মোবাইল গেম নিয়ে ব্যস্ত সেখানে আমরা তার হাতে তৈরী করা ক্রাম নিয়ে খেলছি। নিসন্দেহে আমরা মোবাইল আসক্ত থেকে অনেকটা দুরে আছি।

    এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু লোকজন বলেন ওদের পরিবারের মা বাদে সকলেই বাক প্রতিবন্ধী।বাবার আয় রোজগারও কম। কিন্তু বাবা নুরুল ইসলাম বাক প্রতিবন্ধী হলে কী হবে, তার মেধা শক্তিও অনেক তুখোর।যেকোন পশু পাখি থেকে শুরু করে যেকোন মানুষকে একবার দেখে তার হুবুহু ছবি একে দিতে পারে সে। এমন কথাকে কেন্দ্র করে আর এক ব্যক্তি বলেন অনেক আগের ঘটনা বাক প্রতিবন্ধী নুরুল ইসলাম নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে হেলিকপ্টার তৈরী করেছিলেন। যা স্বাবাভিক হেলিকপ্টারের মতোই উড়তো। তারা আরোও বলেন নুরুল ইসলামের মতো তার ছেলেও এমন মেধার অধিকারী।

    শুরুর দিকে ছেলেরা এমন পদ্ধতি দেখে হাসি-তামাসা করলেও এখন এমন মজার ক্রাম নিয়ে গর্ব করে তারা।

    এদিকে তার খেলার সাথীরা জানায় যেহেতু তার পরিবারের মা বাদে সকলেই বাক ও শ্রবন প্রতিবন্ধী,অন্যদিকে তাদের থাকার জায়গা টুকুও নেই। বাবা কথা বলতে পারে না। অন্যের জমিতে কাজ করে খেতে হয় তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আাবেদন তাদের পুনর্বাসন ও কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক।যাতে তারা এমন পরিবার নিয়ে সুখে দিন কাটাতে পারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ